আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ এবার চ্যাম্পিয়নস লিগ খেলতে চাইছেন। ডেইলি মেইলের দাবি, সপ্তাহে ১ কোটি টাকার বেশি উপার্জন করা এই আর্জেন্টাইন গ্রীষ্মের দলবদলে ক্লাব পরিবর্তনের মাধ্যমে হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক।
ইংলিশ একাধিক গণমাধ্যম জানিয়েছে, বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা থেকে সোয়াপ ডিলের মাধ্যমে আরও বড় কোনো ক্লাবে যেতে আগ্রহী বিশ্বকাপ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এমিলিয়ানো মার্টিনেজ।
২০২০ সালে আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় আসার পর থেকেই দারুণ ফর্মে আছেন এমি। ৩০ বছর বয়সী এই বর্ণিল চরিত্র তার পারফরমেন্সে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতানোর পর ইতিহাসের অংশ হয়ে গেছেন কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে। এরপর থেকেই এমিলিয়ানো মার্টিনেজের দিকে দৃষ্টি যায় ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। আর্জেন্টাইন এই বিতর্কিত গোলরক্ষকও চাইছেন ইউরোপের সর্বোচ্চ স্তরে নিজেকে নিয়ে যাওয়ার।
ডেইলি মেইল জানিয়েছে, ওয়েস্ট মিডল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলার সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এমিলিয়ানোর। এর আওতায় সাপ্তাহিক ১ লাখ পাউন্ড বেতন পাওয়া এই গোলরক্ষক অ্যাস্টন ভিলার স্কোয়াডে সর্বোচ্চ উপার্জন করে থাকেন।
তবে, গ্রীষ্মের দলবদলে চ্যাম্পিয়নস লিগ খেলা কোনো ক্লাবে যাওয়ার ব্যাপারে অ্যাস্টন ভিলাকে এমিলিয়ানো চাপ দেবেন বলা গুঞ্জন রয়েছে। আর তা হলে, বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকই নাকি তিনি হতে চলেছেন বলে জানিয়েছে গোল ডটকম। তবে, কোন ক্লাব এই মুহূর্তে এমিকে দলে ভেড়ানোর ব্যাপারে এগিয়ে আছে, তা জানানো হয়নি কোনো প্রতিবেদনেই। গোলরক্ষকদের মধ্যে বিশ্বে এখন সবচেয়ে দামি স্প্যানিশ কেপা আরিজাবালাগা। ২০১৮ সালে ৭১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন কেপা।
আরও পড়ুন: নাদালের প্রশংসায় ‘বিহ্বল’ মেসি
/এম ই
Leave a reply