কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশ বদ্ধ পরিকর: নসরুল হামিদ

|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফাইল ছবি।

বাংলাদেশ কার্বন নিঃসরণ কমাতে বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময়, দেশে সৌর বিদ্যুতের বহুল ব্যবহার ও এর সাফল্যের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখন মূল লক্ষ্য হওয়া উচিত যে কতো তাড়াতাড়ি আমরা কৃষিক্ষেত্রে ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে পারি। আমরা এ পরিবর্তনের জন্য কাজ করছি। আইএসএ এক্ষেত্রে আমাদের রোডম্যাপ দিতে পারে, দিচ্ছেও।

এ সময়, ভূমির সীমাবদ্ধতা থাকার পরও সৌর বিদ্যুতের বহুল ব্যবহার ও তার সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply