সাত দফা দাবি; প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার সন্তানদের স্মারকলিপি হস্তান্তর

|

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা বরাদ্দ রাখাসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধার ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে সমবেত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে শোভাযাত্রা করে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

সারাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। তাদের অন্যান্য দাবিগুলো হলো- মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করা। এসব পরিবারগুলোর জন্য ভাতা ও চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ একটি সুরক্ষা আইনের দাবি করা হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply