গণহত্যার দায়ে রাশিয়াকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখোমুখি করা উচিত: ওলেনা জেলেনস্কা

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে গণহত্যা চালানোর অপরাধে রাশিয়াকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখোমুখি করা উচিত- বলে মন্তব্য করেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। খবর দ্য নিউজবুকের।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ‘ইউক্রেনে আগ্রাসনের কারণে মানবাধিকার লঙ্ঘন’ বিষয়ক এক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের প্রতি এ আহ্বান জানান ইউক্রেনের ফার্স্ট লেডি। বক্তব্যে তিনি তুলে ধরেন, গত বছরের যুদ্ধে দেড় শতাধিক ধর্ষণ, ১৬ হাজার শিশুকে অপহরণের মতো ভয়াবহ তথ্য।

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা তার বক্তব্যে বলেন, মুক্ত জীবন আর ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশায় লড়ছি আমরা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় মূলত অন্যায়-অত্যাচার এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মানবাধিকারের জয়। কিয়েভ সুবিচার পেলে, পুরো বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সে কারণেই, রাশিয়ার আগ্রাসন খতিয়ে দেখতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানাচ্ছি জাতিসংঘকে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply