ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় দেশের বেশ কিছু জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক সেবা ব্যাহত হচ্ছে। এতে উত্তরবঙ্গের গ্রাহকরা বেশি সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।
গ্রামীণফোন জানিয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় গ্রাহকরা সেবা বঞ্চিত হচ্ছেন। মোট তিনটি জায়গায় ফাইবার কাটা পড়েছে জানিয়েছে তারা। এরমধ্যে টাঙ্গাইলে ২টি জায়গায় ও সিরাজগঞ্জে একটি জায়গায় কাটা পড়েছে ফাইবার অপটিক্যাল লাইন। রাস্তা সংস্কারের কাজ করতে গিয়েই এমনটা ঘটেছে বলে জানিয়েছে গ্রামীণফোন।
/এসএইচ
Leave a reply