তুরস্কের ধ্বংসস্তূপে আটকা বিড়াল উদ্ধারে সেনাবাহিনীর দুর্ধর্ষ অভিযান

|

মাত্র কয়েকদিনের ব্যবধানে ছোটবড় একাধিক ভূমিকম্পের আঘাতে তুরস্কের একাধিক অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়া কয়েক হাজার ঘরবাড়ির নিচে চাপা পড়ে আছে বহু মানুষ, তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। তবে সেসব ভবনে বসবাসরতদের আদরের পোষ্যরাও শিকার বিভিষিকাময় এ ধ্বংসযজ্ঞের। তেমনইভাবে ধ্বংসস্তূপ থেকে ছোট এক বিড়ালকে উদ্ধারে রীতিমতো অভিযান চালিয়েছে তুরস্ক। খবর ইউরো নিউজের।

তুরস্কের দিয়ারবাকির শহরে ভগ্নস্তূপে পরিণত হওয়া বহুতল ভবন ঘিরে বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনভর চলে এ অভিযান। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারও। নানা কৌশল অবলম্বনের পর সন্ধ্যায় উদ্ধার হয় প্রাণীটি।

কর্তৃপক্ষ জানায়, এ সপ্তাহে দ্বিতীয়দফা কম্পনের ফলে ভেঙে পড়ে ভবনের একাংশ। সেখানেই আটকা পড়েছিল বিড়ালটি। তাকে হঠাৎ চোখে পড়ে উদ্ধারকর্মীদের। তারপরই শুরু হয় অভিযান। প্রাণী অধিদফতর জানিয়েছে, কমপক্ষে ১৩টি পোষা প্রাণী আটকা পড়েছে আবাসিক ভবনটিতে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply