বড়পুকুরিয়ার কয়লা চুরির ঘটনায় অধিকতর তদন্তে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)-কে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হলো।
পেট্রোবাংলা, দুর্নীতি দমন কমিশন পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ও এখন কয়লা গায়েবের ঘটনা তদন্ত করবে। গত সোমবার সচিবালয়ে কয়লার বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন খনিতে সৃষ্ট পরিস্থিতি সমাধানে একটি উচ্চ পযায়ের কমিটি গঠন করে এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছিলেন।
বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় দেশজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply