বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫

|

বগুড়া ব্যুরো:

বগুড়ার শাজাহানপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে একজন মা এবং তার শিশুকন্যাও। তবে এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের সুজাবাদ দহপাড়া এলাকায়
এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার পর আগুন লেগে পুড়ে ছাই হয়েছে বাসটি।

এ নিয়ে শাজাহানপুর থানা পুলিশ জানায়, বগুড়া শহর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি গাবতলী উপজেলার দিকে যাচ্ছিলো। বাইপাস সড়ক থেকে গাবতলীর আঞ্চলিক সড়কে ঢুকতে গেলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্বদেশ পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে অটোরিকশাটির। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী গোলাম রাব্বানী বাদশা (৬৪), সাহানা আকতার (৩১) এবং অজ্ঞাত এক যুবক প্রাণ হারান। পরে অটোরিকশা চালক হযরত আলী (৩৫) ও নিহত সাহানা আকতারের শিশুকন্যা কেয়া মনিও (৭) মারা যায়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় হতাহতদের সরিয়ে নেয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় বাসটি। বাসের চালক ও সহকারীরা দুর্ঘটনার পর সটকে পড়লেও বাসটি জব্দ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply