খেরসনে রুশ হামলায় ২ বেসামরিক নাগরিক নিহত

|

ছবি : সংগৃহীত

রাশিয়ার হামলায় দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে ২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলায় আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) তারা মারা যান। খবর রয়টার্সের।

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন বলেছেন, খেরসন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নভোত্যাহিঙ্কা গ্রামে গোলাগুলির সময় ৮১ বছর বয়সী একজন নারী এবং ৬৮ বছর বয়সী পুরুষ নিহত হয়েছেন।

এদিকে রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে খারকিভে শিল্প স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় দুজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আক্রমণের প্রথম বার্ষিকী পালন করবে রাশিয়া। আগামী দিনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মারাত্মক হতে পারে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply