বইমেলায় নিষিদ্ধের তালিকায় আরও একটি বই

|

এবারের একুশে বইমেলায় নিষিদ্ধ করা হয়েছে ববি হাজ্জাজের লেখা গতিধার প্রকাশনীর বই ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’। একুশে বইমেলার টাস্কফোর্স কমিটি ববির বইটি প্রদর্শন ও বিক্রি না করতে মৌখিক নির্দেশনা দিয়েছে গতিধারাকে।

মেলায় গতিধারার স্টলে দেখা যায় বইটি বিক্রি করা হচ্ছে না। স্টলের বিক্রয়কর্মীরা জানান, মঙ্গলবার থেকেই মেলায় আর তারা বইটি বিক্রি বা প্রদর্শন করছেন না। তবে বিভিন্ন অনলাইন বুক শপে এবং বাংলাবাজারে তাদের নিজস্ব কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

বইটি নিয়ে বাংলা একাডেমি কী আপত্তি তুলেছে জানতে চাইলে গতিধারার নির্বাহী পরিচালক আহমেদ কাওসার গণমাধ্যমকে জানান, বইয়ের নাম দেখেই মূলত আপত্তি করেছে, বইটার ভেতরে আপত্তিকর কিছু নেই।

এর আগে বইমেলা ২০২৩ এ একাধিক বই বিক্রি ওপর নিষেধাজ্ঞা এসেছে। এই তালিকায় আছে ফাহাম আবদুস সালামের ‘বাঙ্গালির মিডিওক্রিটির সন্ধানে’, জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং ফয়েজ আহমদ তৈয়বের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’। পরবর্তীতে নিষিদ্ধ হয় নালন্দা প্রকাশনী থেকে প্রকাশিত একটি বই। এসব নিষিদ্ধের ঘটনা গড়ায় আদালত পর্যন্ত।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply