নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক: সিইসি

|

নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক। বড় কোনো দল ভোটে অংশ না নিলে ফলাফলে ঝুঁকি তৈরি হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইলেকশন মনিটরিং ফোরামের দেশি- বিদেশি সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সব দলকে নির্বাচনে আনতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি।

সিইসি বলেন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি। তবে ভোটে বড় দলগুলোর অবস্থান নিয়ে শঙ্কার কথাও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেটার নিরসন এখনও হয়নি। এই প্রশ্নে প্রধান দুই রাজনৈতিক দল এখনও অনড় আছে। আমরা নির্বাচন করবো বর্তমান আইনে।

সিইসি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকলে ভোটের পরিবেশ নষ্ট হয়। অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়ে। বলেন, এই অনড় অবস্থান দেশের জন্য খুব বিপজ্জনক। নির্বাচনে যদি প্রধান বড় কোনো দল অংশগ্রহণ না করে তবে আমি বলবো, নির্বাচনের মূল ফলাফলের ওপর একটা ঝুঁকি থাকতেও পারে। প্রতিষ্ঠিত দলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারাও আন্তরিকভাবে চেষ্টা করে যান বিরোধী দলগুলোকে সাথে নিতে। তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ করে যেন নির্বাচনকে আমরা অবিতর্কিত হিসেবে তুলে আনতে পারি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply