অস্কারে চড় ঠেকাতে এবার নেয়া হচ্ছে ব্যবস্থা

|

স্ত্রীকে নিয়ে রসিকতা করার কারণে অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় বসিয়ে দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। যদিও এ ব্যাপারে ক্ষমা চেয়ছিলেন স্মিথ। কর্তৃপক্ষও তাকে অস্কারে নিষিদ্ধ করে। এবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেয়া হচ্ছে ব্যবস্থা। খবর এনডিটিভির।

আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত অনুষ্ঠানে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান করার কথা রয়েছে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রধান নির্বাহী বিল ক্রেমার জানিয়েছেন, এবার অস্কারে চড় ঠেকাতে সব রকম ব্যবস্থা নেয়া হবে। এবার অনুষ্ঠনে এমন ঘটনা মোকাবেলায় থাকবে বিশেষ ‘ক্রাসিস টিম’। তিনি বলেন, আগে কখনো এমন ব্যবস্থা ছিল না। আসলে সবসময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এবার এই টিম সবরকমভাবে বিতর্কিত ঘটনা এড়াতে কাজ করবে।

এবারও একাধিকবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করা জিমি কিমেলকে সঞ্চালনার দায়িত্ব দেয়া হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply