জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস, বিরত ছিল বাংলাদেশ

|

আরব নিউজ থ্রেকে নেয়া ছবি।

ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করলো জাতিসংঘ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংস্থাটির সাধারণ পরিষদে হয় এ ভোটাভুটি।

এদিন, নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ সদস্য রাষ্ট্র। বিপক্ষে ছিলো বেলারুশ, সিরিয়াসহ ৭ দেশ; সবাই পুতিন প্রশাসনের মিত্র হিসেবেই বিবেচিত।

অবশ্য, বাংলাদেশসহ ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিলো। এ তালিকায় রয়েছে চীন-ভারতও।

প্রস্তাবে শীঘ্রই ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধের ইতি টানার তাগিদ দেয়া হয় রাশিয়াকে। একইসাথে, ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি জানানো হয় সম্মান।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ এ অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply