সাভার প্রতিনিধি:
কুয়েত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার আর-রাহমাহ্ শিক্ষা কমপ্লেক্সের হলরুমে ‘সোসাইটি পর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, কুয়েতে অবস্থিত বাংলাদেশের প্রবাসীরা কুয়েতের নাগরিকদের মতোই সম্মান ও সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন।
কুয়েতের ৬২তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইকবাল হোসাইন খান ও সংস্থার মহাপরিচালক ড. সায়ীদ সাবরী রাজব প্রমুখ।
এএআর/
Leave a reply