স্টাফ করেসপনডেন্ট, জামালপুর:
বিএনপিকে ‘অবৈধ দল’ হিসেবে আখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, দলটির জন্মই হয়েছে অবৈধভাবে। তারা নির্বাচনের আগে সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে জামালপুরের ইসলামপুরে মো. আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দেয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যারা বিভিন্ন সময় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন, তাদেরকে দল থেকে ক্ষমা করা হয়েছে। আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন তা দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে।
এসজেড/
Leave a reply