জর্ডানের বন্দর নগরী আকাবায় সমঝোতা বৈঠক চলাকালেই দখলকৃত পশ্চিম তীরে ছড়িয়েছে সহিংসতা। চলমান সহিংসতা হ্রাসের ব্যাপারে ইসরায়েল ও ফিলিস্তিনের সম্মতি জানানোর খবর ছড়িয়ে পড়ার দিনেই ফের সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরে। খবর রয়টার্সের।
জানা গেছে, রোববার (২৬ ফেব্রুয়ারি) হাওয়ারা এলাকায় গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এক ফিলিস্তিনি। তাতে, প্রাণ হারান গাড়িতে থাকা দুই ভাই। তাদের একজন ইসরায়েলি সেনা সদস্য। দু’জনের বয়সই ২০ বছরের ওপর। তারা দখলকৃত এলাকায় গড়ে তোলা বসতির বাসিন্দা। এখনও হামলাকারীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান। এ ঘটনায় ক্ষুব্ধ দখলদাররা সন্ধ্যায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি-স্থাপনা, গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে প্রাণ হারান ৩৭ বছরের এক ফিলিস্তিনি। চলতি বছর প্রথম দু’মাসেই, ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ ৬৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা রোববার বৈঠকের পর ক্রমবর্ধমান সহিংসতা হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন। একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল জানিয়েছে তারা চার মাসের জন্য অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন সম্পর্কে আলোচনা বন্ধ রাখবে।
আরও পড়ুন: চলমান সহিংসতা হ্রাসে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন
/এম ই
Leave a reply