‘ডিআরএস কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে বিসিবি’

|

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে ডিআরএস থাকছে। সেই সাথে, ২০২৭ সাল পর্যন্ত ডিআরএস প্রোভাইডারদের সাথে চুক্তির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ঘরোয়া ক্রিকেটে আমাদের চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা আমাদের প্রোডাকশন টিমের হাতে দিয়েছিলাম ডিআরএস নিশ্চিতের দায়িত্ব। আমরা সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। সরাসরি যারা ডিআরএস প্রযুক্তি যোগান দিয়ে থাকে, তাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে চলে যাচ্ছি।

বিসিবির সিইও আরও বলেন, ২০২৭ সাল পর্যন্ত ডিআরএস প্রোভাইডারদের সাথে চুক্তি করতে যাচ্ছি আমরা। এর মাধ্যমে, বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট হবে, সবগুলোতেই সরাসরি ডিআরএস এর সহায়তা আমরা পাবো।

আরও পড়ুন: জেনে নিন বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে টিকিটের মূল্য

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply