খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রির ওএমএস কার্যক্রমে শৃঙ্খলা আনতে কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
এছাড়া বিভিন্ন দেশের নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেয়ার বিষয়ে এএসআরও জারির প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এদিন সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে ব্রিফ করেন মাহবুব হোসেন। বলেন, এসআরও জারি হলে সবমিলিয়ে ১০১ দেশের নাগরিক এই সুবিধা পাবে।
এ সময় বাংলাদেশ থেকে কাতার আমর্ড ফোর্সে ১ হাজার ১৩৫ জন কর্মকর্তা ও সৈনিক নেয়া হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুই দেশের আর্মড ফোর্সেসের চুক্তি অনুযায়ী নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-সংশোধন আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেয়া হয়েছে। আইনটি সংসদে পাশ হলে উপাচার্যের নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। আগে মেয়াদ ছিল ৩ বছর।
/এমএন
Leave a reply