দখলকৃত পশ্চিম তীর আবারও সহিংস হয়ে উঠেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জেরিকো শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক ইসরায়েলি-মার্কিন নাগরিক। এ ঘটনায় এক ফিলিস্তিনিকে দায়ী করা হয়েছে। খবর রয়টার্সের।
তেল আবিব জানায়, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় গুলি করা হয় ওই ব্যক্তিকে। আশঙ্কাজনক অবস্থায় জেরুজালেম হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার একদিন আগেই এক ফিলিস্তিনির গুলিতে নিহত হয় ইসরায়েলি দুই ভাই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী সরকার দায়িত্ব নেয়ার পর পশ্চিম তীরে আরও বেড়েছে ইসরায়েলি আগ্রাসন। জবাবে কখনও কখনও প্রতিশোধপরায়ণ হয়ে পড়ছে ফিলিস্তিনিরাও।
গত সপ্তাহে নাবলুসে ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনির মৃত্যু ও শতাধিক আহতের ঘটনার পর আরও ছড়ায় উত্তেজনা। রোববার (২৬ ফেব্রুয়ারি) জর্ডানের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন বৈঠকে ইতিবাচক ফলাফলের কথা বলা হলেও থামেনি সহিংসতা। বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা জানিয়েছে জাতিসংঘ।
এএআর/
Leave a reply