রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হঠাৎ সব ফ্লাইট বাতিল, নেপথ্যে ইউএফও!

|

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে হঠাৎ সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘোষণা আসে। তাৎক্ষণিকভাবে এর কোনো কারণ ব্যাখ্যা করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, এদিন রাশিয়ার আকাশে একটি সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখা গেছে। খবর এনডিটিভির।

রুশ সংবাদমাধ্যম বাজা’র একটি প্রতিবেদন বলছে, রাশিয়ার আকাশে একটি রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। বস্তুটি আসলে কী তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে পাঠানো হয়েছে যুদ্ধবিমান। এ কারণেই বিমান চলাচল বন্ধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে পুলকোভো বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইট রাডার ওয়েবসাইটে দেখা গেছে, যেসব বিমান ইতোমধ্যে উড্ডয়ন শুরু করেছিল তারাও গতিপথ পরিবর্তন করে ফিরে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply