মেক্সিকো সীমান্তে সেনাবাহিনীর নির্বিচার হামলায় নিহত হয়েছেন ৫ বেসামরিক নাগরিক। এ হামলায় আহত হয়েছেন একজন। তার অবস্থা সংকটাপন্ন। খবর আল জাজিরার।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) মেক্সিকোর সেনাবাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ তোলেন স্থানীয় মানবাধিকার সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র সীমান্তের কাছেই নুয়োভো লারেদো শহরে এ নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। এ সময় একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন সেনা সদস্যরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ আরোহী, তাদের একজন মার্কিন নাগরিক।
এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে অ্যাটর্নি জেনারেল অফিস এবং জাতীয় মানবাধিকার সংগঠন তদন্ত শুরু করেছে। গত সেপ্টেম্বরে সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করে মেক্সিকোর পার্লামেন্ট। যা নিয়ে তীব্র নিন্দার মুখে পড়েছে সরকার।
এসজেড/
Leave a reply