রাজশাহী ও বরিশালের সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিন সিটি নির্বাচনেই প্রমাণ হয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে তা সুষ্ঠু হবে না। ব্রিফিংয়ে তিন সিটিতে ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ডাকাতি না হলে সিলেটে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেত বিএনপি।
এসময়, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a reply