মেক্সিকোর কারখানায় অগ্নিকাণ্ড; পুড়ে ছাই কয়েক’শ টন প্লাস্টিক

|

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় কয়েক’শ টন প্লাস্টিক। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো অঞ্চল। এবিসি নিউজের খবর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইকাতেপেক শহরের জালোস্টক শিল্প এলাকায় অবস্থিত লা রেইমা কারখানায় ঘটে এ দুর্ঘটনা। প্লাস্টিক থেকে নবায়নযোগ্য পণ্য তৈরির কাজ হতো এই কারখানায়।

কর্তৃপক্ষ জানায়, আকস্মিক আগুনের সূত্রপাত হয় কারখানাটিতে। প্লাস্টিক বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ভবনে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিকাণ্ডের পরপরই অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দ্রুত কর্মীদের সরিয়ে নেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এ ব্যাপারে চলছে তদন্ত।

আরও পড়ুন: ৫শ’ কোটি ডলার বিনিয়োগে মেক্সিকোয় চালু হচ্ছে টেসলার কারখানা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply