‘ভবন তৈরিতে মালিকদের নিয়ম মানাতে সরকার আরও কঠোর হচ্ছে’

|

ভূমিকম্পের কথা মাথায় রেখে ভবন তৈরিতে মালিকদের নিয়ম মানাতে সরকার আরও কঠোর হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ কথা জানিয়েছেন। বললেন, ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করা হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। আরও বলেন, অতি ঘনবসতিপূর্ণ এই দেশে ভবন নির্মাণ সংশ্লিষ্ট দক্ষ মানুষের অভাব আছে।

এদিকে, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ উপস্থাপন করেন।

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সরকার নাকি ভবন মালিক, কার ভূমিকা গুরুত্বপূর্ণ? সরকার কঠোর হলে আইন মানতে বাধ্য সাধারণ মানুষ। কিন্তু ভবন নির্মাণে যেখানে ঘুষ বাণিজ্য, সেখানে কি রক্ষিত হবে আইনের প্রয়োগ? এমন দ্বিমুখী যুক্তিতর্কে জমে ওঠে ছায়া সংসদ। উভয় পক্ষের যুক্তি খন্ডন শেষে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সরকারের ভূমিকা বেশি বলে মনে করেন বিচারকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply