আর্জেন্টিনার জাতীয় গ্রিডে আগুন, অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন

|

জাতীয় গ্রিডে আগুন লেগে আর্জেন্টিনার অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রীষ্মকাল হওয়ায় দেশটির কোথাও কোথাও এখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে তীব্র গরমে বিপর্যস্ত জনগণ। ব্যহত হচ্ছে ব্যবসা-বাণিজ্যও। খবর বিবিসির।

অগ্নিকাণ্ডের ফলে রাজধানী বুয়েন্স আয়ারসসহ বেশ কিছু শহর এখনও পুরোপুরি বিদ্যুৎবিহীন। ট্রেন পরিষেবা বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে হাজারো যাত্রী। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, একটি মাঠ থেকে গ্রিডে আগুন লেগে তা দ্রুতই ছড়িয়ে পড়ে বৈদ্যুতিক তারে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় সব সংযোগ। বড় বিপদের আশঙ্কায় সাথে সাথে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও বন্ধ রাখা হয়। যার ফলে কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে দেখা যায় বিদ্যুৎ সংকট।

উচ্চ বিদ্যুতের চাহিদার মাঝে জানুয়ারি থেকে এপর্যন্ত বেশ কয়েকটি ব্ল্যাকআউট হয়েছে দেশটিতে। বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহেও ব্যাঘাত ঘটছে। তবে ঠিক কবে বিদ্যুৎ পুনঃসংযোগ দেয়া যাবে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply