রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর ও অবকাঠামো নির্মাণে আর্থিক সহযোগিতা চায় সরকার

|

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজার থেকে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর খরচ এবং নতুন অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তা দিতে উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বৈঠকে ১৭টি দেশ, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্য সচিব বলেন, রোহিঙ্গাদের সহায়তায় ৮৮১ মিলিয়ন মার্কিন ডলারের কথা বলা হলেও তার ৬২ শতাংশ পেয়েছে বাংলাদেশ। বর্তমানে ভাসানচরে ১ লাখ মানুষের আবাসন সক্ষমতা রয়েছে। সেখানকার মোট ভূমির এক-তৃতীয়াংশে রোহিঙ্গাদের জন্য আবাসন তৈরি করা হয়েছে। অবশিষ্ট ভূমিতেও আবাসন তৈরি করতে চায় বাংলাদেশ।

মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদে অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে বলে প্রধানমন্ত্রী বলেছেন। তা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply