৫ দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

৪ মার্চ ৫ দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশগুলোর জোট এলডিসি সম্মেলনে অংশ নেবেন তিনি।

এ সময় কাতারের আমীর প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি জাতিসংঘের মহাসচিবের সাথেও আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানা‌নো হয়। দোহায় নীতিনির্ধারকদের সাথে বৈঠকে দেশটি থেতে এলএনজিসহ জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহায় যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ৮ মার্চ সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply