সিলেটের আরিফুল হককে ‘বিজয়ী মেয়র’ সম্বোধন করে তাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরিফুল হককে প্রশ্ন করেছেন- বিএনপির প্রার্থী কি এখনো পুননির্বাচন চান।
ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিং-এ ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক দুর্বলতার কারণেই কুমিল্লা সিটির মতো সিলেটে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়। তবে আগের বারের চেয়ে দল ভালো করেছে বলে দাবি করেন তিনি।
বরিশালের বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জনের সমালোচনা করে বলেন, পরাজয় নিশ্চিত জেনেই ভোটের মাঠ ছেড়েছেন মজিবর রহমান সরওয়ার। বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ভোট না দিলেও রাজশাহীতে সাধারণ ভোটার ঠিকই ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
Leave a reply