৪৫০০ বছর আগের পিরামিডে মিললো গোপন করিডোরের সন্ধান

|

পিরামিডের ভেতরের করিডোর। ছবি সংগৃহীত

সাড়ে ৪ হাজার বছর আগের একটি পিরামিডের মধ্যে গোপন করিডোরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। যার দৈর্ঘ্য ৯ মিটার বা ৩০ ফুট। গ্রেট পিরামিড অব গিজা’র প্রধান প্রবেশ পথের কাছে করিডোরটির সন্ধান মিলেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২ মার্চ) মিশরীয় পুরাকীর্তি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত এই মিরামিডে ২০১৫ সাল থেকে স্ক্যানিং প্রজেক্ট চলছে। হাজার হাজার বছর আগের এসব কাঠামোগুলোর মধ্যে কী রয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। এমন পক্ষেপেই বেরিয়ে এসেছে গোপন এই করিডোরের খবর।

অসমাপ্ত করিডোরটি সম্ভবত মূল প্রবেশদ্বারের পিরামিডের ওজন কমানোর জন্য নির্মিত হয়েছিল। কিংবা এখনও আবিষ্কৃত হয়নি এমন অন্য একটি চেম্বার বা স্থানের ওপর নির্মাণ করা হয়েছে এটি।

তিনি বলেন, আমরা আমাদের স্ক্যানিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর নিচে বা করিডোরের শেষে কী আছে, সেটি দেখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গ্রেট পিরামিডটি ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে ফারাও খুফু বা চেওপসের রাজত্বকালে একটি স্মারক সমাধি হিসেবে নির্মিত হয়েছিল।  ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে এই পিরামিডটি ছিল মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনা।

এএআর/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply