সহসাই হচ্ছে না রাশিয়া-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক

|

মার্কিন পররাষ্ট্র মুখপাত্র নেড প্রাইস।

শীঘ্রই যুক্তরাষ্ট্র-রাশিয়ার উচ্চপর্যায়ের আর কোনো বৈঠকের সম্ভাবনা নেই, বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্লিনকেন-ল্যাভরভের বহুল আলোচিত বৈঠকের দিনই এমন বার্তা দিলো ওয়াশিংটন। খবর এপির।

বৃহস্পতিবার (২ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসে এ ঘোষণা।

মূলত, জি-২০ সম্মেলনে দুই শীর্ষ কূটনীতিকের আলোচনা থেকে ইতিবাচক কোনো বার্তা না আসায় এমন সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের। একই সাথে সংকট সমাধানে গঠনমূলক আলোচনার পক্ষে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও জানানো হয়।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, রাশিয়ার সাথে সহসাই আর কোনো আলোচনার সম্ভাবনা নেই। দুই পররাষ্ট্রমন্ত্রীর সংক্ষিপ্ত আলোচনায় কোনো ঐক্যের বার্তা আসেনি। এটা ঠিক যে আমরা সবসময় সংলাপের জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে, বিশেষ করে উত্তেজনাপূর্ণ সময়ে এবং সম্পর্কের ক্ষেত্রে। সংকট সমাধানের উদ্দেশে আলোচনার সুযোগের সদ্ব্যবহারে আমরা সবসময়ই আগ্রহী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply