হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন

|

হংকংয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪২ তলা ভবনটিতে লাগা আগুন প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে রাতভর কাজ করেন আড়াইশ’র বেশি দমকল কর্মী। খবর আল জাজিরার।

চীনের পর্যটন এলাকা সিম সা সুইতে বৃহস্পতিবার (২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টার দিকে ভবনটির একেবারে উপরের তলায় আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের বাসিন্দারাও।

কর্তৃপক্ষ জানায়, আগুন ছড়িয়ে পড়েছে পাশের চারটি ভবনেও। দুর্ঘটনা এড়াতে আশপাশের শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। বন্ধ রাখা হয় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে, ৪২ তলা ভবনটিতে সংস্কার কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, নির্মাণ সরঞ্জাম থেকেই আগুনের সূত্রপাত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply