জাপানে ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান

|

ছবি: সংগৃহীত

জাপানে ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান পাওয়া গেছে। খবর সিএনএন’র।

দেশটির জিওস্প্যাশিয়াল ইনফরমেশন অথরিটি (জিএসআই) জানিয়েছে, জাপানের ভূখণ্ডে ১৪ হাজার ১২৫টি দ্বীপ আছে, যা সরকারি হিসাবে দ্বিগুণেরও বেশি, ৭ হাজার ২৭৩টি।

১৯৮৭ সালে জাপান কোস্টগার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে ৬ হাজার ৮৫২টি দ্বীপ আছে। এ সংখ্যাই এত দিন দেশে সরকারিভাবে ব্যবহার করা হয়েছে।

কিন্তু তখন এতো আধুনিক প্রযুক্তি না থাকার কারণে অনেক দ্বীপ হিসাব থেকে বাদ পড়ে থাকতে পারে- তেমনই ধারণা দিয়েছে জিএসআই।

জাপান বলছে, পূর্ব চীন সাগরের জনবসতিহীন সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়েও একটি ঐতিহাসিক দাবি রয়েছে। এটি বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে। তবে চীন বারবার জাপানের এই দাবিকে চ্যালেঞ্জ করেছে।

এদিকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে জাপান সাগরে সিউলের ডোকডো ও টোকিওর তাকেশিমা নামে পরিচিত একটি দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে বিবাদ চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply