পাবনায় ক্যানোলা খোলার সময় ২৩ দিনের শিশুর হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ

|

পাবনা প্রতিনিধি:

পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩ দিনের শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে হাসপাতালের এক আয়ার বিরুদ্ধে৷ এ ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবারের স্বজনরা। ব্যবস্থা নেয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

ঠান্ডাজনিত কারণে তেইশদিনের নবজাতককে গত ২৮ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওর্য়াডে শিশু কন্যা মিষ্টি পালকে ভর্তি করেন বাবা চন্দন পাল। ২ মার্চ সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন দুপুরে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ছাড়পত্র দেয়ার প্রক্রিয়া চলছিল এমন সময় নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানোলা খুলতে যান একজন আয়া। ক্যানোলা কাটতে গিয়ে শিশুটির হাতের একটি আঙুল কেটে ফেলেন ওই আয়া। শিশুটির চিৎকারে ছুটে আসে অন্যান্য রোগীরা। তখন সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যায় আয়া। নার্সের কাজ কীভাবে একজন আয়া করলো সেটাই প্রশ্ন সকলের।

একজনের ভুলে একটি শিশুর অঙ্গহানি কোন ভাবেই মেনে নিতে পারছেনা প্রত্যক্ষদর্শীরা। আয়াদের অপকর্মের সাথে নার্সরাও জড়িত বলে মনে করেন অনেকে।

ঘটনার সত্যতা স্বীকার করলেও দায়িত্বে অবহেলার দায় না নিয়ে রোগীর স্বজন ও অভিযুক্ত আয়ার ওপর দোষ চাপায় নার্সরা। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply