ইন্দোনেশিয়ার একটি জ্বালানির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৭ জন। শুক্রবার (৩ মার্চ) জাকার্তার উত্তরাঞ্চলে ঘটে এ দুর্ঘটনা। এতে দগ্ধ হয়েছে শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। খবর আল জাজিরার।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। আগুন ছড়িয়ে পড়ে আবাসিক এলাকাতেও। দ্রুতই আশপাশের বাড়িঘর থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়।
জ্বালানির গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করেন আড়াইশ’র বেশি ফায়ার সার্ভিস কর্মী। অভিযানে ব্যবহার করা হয় ৫২টি ফায়ার ইঞ্জিন। প্রাথমিক তদন্ত বলছে, বজ্রপাত থেকে হতে পারে আগুনের সূত্রপাত।
রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরতামিনার মালিকানাধীন গুদামটি। জাকার্তার উত্তরে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই গুদাম। ইন্দোনেশিয়ার প্রয়োজনীয় জ্বালানির ২৫ শতাংশ সরবরাহ হয় এই গুদাম থেকে।
এসজেড/
Leave a reply