বেলজিয়ামে সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ কৃষকরা, ট্রাক্টর-গরু নিয়ে রাস্তায় বিক্ষোভ

|

নাইট্রোজেন গ্যাস নির্গমনে নিষেধাজ্ঞা আরোপ করায় সরকারি কর্মসূচির বিরুদ্ধে কৃষক আন্দোলন চলছে বেলজিয়ামে। শুক্রবার (৩ মার্চ) রাজধানী ব্রাসেলসে প্রায় আড়াই হাজার ট্রাক্টর নিয়ে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। খবর রয়টার্সের।

নাইট্রোজেন গ্যাস ব্যবহার রোধের ফলে কৃষিখাত ক্ষতির সম্মুখিন হবে বলে দাবি আন্দোলনরত কৃষকদের। পাশাপাশি গবাদি পশু সম্পদও কমে যাবে বলে আশঙ্কা তাদের। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়বে কৃষকরা। এরই জেরে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার কৃষক। রাস্তায় ট্রাক্টর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। গরু নিয়েও রাজপথে নামের অনেকে।

কর্তৃপক্ষ জানায়, শস্য পক্রিয়াজাতকরণ, নির্মাণাধীন ক্ষেত্র ও কৃষিখাতে দিন দিন বেড়েই চলেছে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহার। যা দূষিত করে তুলেছে পরিবেশ। এ কারণেই এমন পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম প্রশাসন। তবে এ সিদ্ধান্তে রাজি নয় বিক্ষোভকারীরা। সরকারি এ নির্দেশ প্রত্যাহার চান তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply