মালয়েশিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃত্যু ৪

|

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এ পর্যন্ত পানিতে ডুবে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

বাস্তুচুত্য হয়েছে প্রায় চল্লিশ হাজার বাসিন্দা। সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশটির জোহর রাজ্য। টানা ভারী বৃষ্টিতে রাজ্যটিতে পুরোপুরি তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িসহ বহু স্থাপনা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে প্রায় ২০০ টির’ও বেশি আশ্রয়কেন্দ্র। পানিতে আটকা পড়াদের উদ্ধার করে সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, আরো কিছুদিন রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জারি রয়েছে বন্যার সতর্কতা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply