জনগণ রাস্তায় নামলে সরকারের পাত্তা থাকবে না। জনগণ ভোট দিতে পারলে সরকারকে টেনেহিঁচড়ে নামাবে। তাই দিনের ভোট রাতে করে ভোটের অধিকার হরণ করেছে সরকার। এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (৪ মার্চ) যাত্রাবাড়িতে পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ সব কথা বলেন তিনি। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ভয় পায় বলেই পাল্টা কর্মসূচি দিচ্ছে। সরকার যে অগণতান্ত্রিক তা সারা বিশ্বে স্বীকৃত। যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে মানবাধিকার থাকতে পারে না।
তিনি আরও বলেন, সরকার গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে। সেটা তারা মেরামতও করতে পারবে না। দেশের মানুষকে বাঁচাতে হলে সরকারকে বিদায় করতে হবে। ১৮ সালের নির্বাচনে গিয়ে দেখেছি কীভাবে প্রতারিত হয়েছে জনগণ। এই সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না বিএনপি। এই সরকারের অধীনে আর নির্বাচনও হতে দেয়া হবে না।
আরও পড়ুন: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির পদযাত্রা
/এম ই
Leave a reply