সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে সেনাবাহিনী

|

চট্টগ্রাম ব্যুরো:

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন নিহত হয়েছে ও অন্তত ২০ জন আহত হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে যোগ দিচ্ছে সেনাবাহিনী।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস জানায়, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। 

জানা গেছে, শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কদম রসুল (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply