উদ্ধারকারী কুকুরদের বিশেষ সম্মান জানালো তুরস্ক

|

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে উদ্ধারকারী কুকুরের দলকে বিশেষ সম্মান জানালো তুরস্ক। খবর ডেইলি মেইল’র।

তুরস্ক ও সিরিয়ায় গত মাসে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পের পর ধসে পড়ে শত শত ভবন। যেগুলোর নিচে আটকা পড়েন হাজার হাজার মানুষ। আটকে পড়াদের উদ্ধারে তুরস্কে উদ্ধারকারী পাঠায় পৃথিবীর প্রায় সব দেশ।

উদ্ধারকারী ছাড়াও বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠায় মেক্সিকো, কিরগিজস্তান, চীন, থাইল্যান্ড, হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্র। প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়াত্ব বিমান সংস্থা টার্কিস এয়ারলাইন্স।

সংস্থাটি জানিয়েছে, কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply