ক্রমাগত ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামরিক খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। রোববার (৫ মার্চ) দেশটির বার্ষিক জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পরবর্তী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ বাড়বে প্রতিরক্ষা বাজেট। খবর দ্য গার্ডিয়ানের।
এ নিয়ে দশ বছরে প্রায় দ্বিগুন হয়েছে চীনের সামরিক বাজেট। প্রতিরক্ষা ব্যয়ের দিক থেকে বিশ্বে ২য় অবস্থানে চীন। চলতি অর্থবছরে সামরিক বাহিনীর পেছনে ২২৩ বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সামরিক বাহিনী শক্তিশালী ও আধুনিকায়নে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং। চলতি বছরের জন্য অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
২০২৩ সালে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা জানানো হয়। বেইজিংয়ের গ্রেট হলে এনপিসি’র বার্ষিক এই সমাবেশে উপস্থিত রয়েছে প্রায় ৩ হাজার প্রতিনিধি।
এসজেড/
Leave a reply