হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; দুই দলেই রয়েছে পরিবর্তন

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাংলাদেশের জন্য। তাই সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলের একদশে রয়েছে একটি পরিবর্তন, পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। ইংল্যান্ড দলে রয়েছে তিনটি পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে যাওয়া উইল জ্যাকসের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন প্রথম ওয়ানডেতে খেলা ক্রিস ওকসের। এছাড়াও ১৮ বছর বয়সী তরুণ স্পিনার রেহান আহমেদের অভিষেক হয়েছে। প্রথম ম্যাচ খেলা জফরা আর্চারও ফিরেছেন এ ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ডাভিড মালান, জস বাটলার(অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, রেহান আহমেদ, জফরা আর্চার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply