শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ; সাজঘরে দুই ওপেনার

|

ছবি: সংগৃহীত

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। রানের খাতা না খুলেই স্যাম কারানের বলে আউট হয়ে সজঘরে ফেরেন লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে কারানের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আগের ম্যাচে গোল্ডেন ডাক মারা লিটন এবার জস বাটলারের হাতে ক্যাচ তুলে দিয়ে ৩ বল খেলে ফিরলেন শূন্যতেই। ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ইনিংসে কোনো রান না করেই আউট হলেন লিটন।

ইনিংসের ৩য় ওভার করতে আসা কারানের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম। আউট সুইং বল লেগ কাট করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উপরে ওঠে গেলে অফ সাইডে দাঁড়িয়ে থাকা ইংলিশ ফিল্ডার জেমস ভিন্সের হাতে ধরা পড়েন তামিম। ৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯ রান। ক্রিজে আছেন দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত আছেন ৫* রান নিয়ে এবং মুশফিকুর রহিম আছেন ১* রান নিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply