দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের জোরপূর্বক শ্রমের ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেবে দক্ষিণ কোরিয়া

|

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জোরপূর্বক শ্রম দিতে যেসব জাপানিরা বাধ্য হয়েছিলেন, তাদের ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন। খবর ভয়েজ অব আমেরিকার।

টোকিও-সিউল সম্পর্কের উন্নয়নে এমন উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের কাছে আইনি লড়াইয়ে হেরে যাওয়া দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলোকেও ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে টোকিও। তবে এর প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী রাজনৈতিক দল। সেই সাথে বিশ্বযুদ্ধকালীন জোরপূর্বক শ্রমের ভুক্তভোগীরা বলছেন, যে পারমাণ অর্থ ক্ষতিপূরণ দেয়া হবে তা তাদের দাবির চেয়ে অনেকটাই কম।

সিউলের ঘোষণাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দুই মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান। দুই দেশের সম্পর্কের উন্নতিতে সাধুবাদ জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply