সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার, নৌকা জব্দ

|

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিরচর এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। জব্দ করা হয়েছে একটি নৌকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, শিকারী দল হরিণ শিকার করে মাংস লোকালয়ে নিয়ে আসছে এমন খবরে সোমবার (৬ মার্চ) ভোর রাতে অভিযান চালায় কোবাদক টহল ফাঁড়ির সদস্যরা। এ সময় বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, সুন্দরবনের কালিরচর এলাকার চোরা মেঘনা নদীতে পাওয়া নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি হরিণের মাংসসহ দেহবাশেষ জব্দ করা হয়। শিকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে। জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply