নতুন একটি বিল পাস করাকে কেন্দ্র করে জর্জিয়ার পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়েছে । গতকাল রোববার (৫ মার্চ) এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দেশটির গণমাধ্যম জানায়, জর্জিয়ার ক্ষমতাসীন দল গুপ্তচর সংক্রান্ত একটি বিল পাস করার উদ্যোগ নেয়। বিলটি রুশপন্হী, এমন অভিযোগ তোলে বিরোধী পক্ষ। এ নিয়ে দুই পক্ষে চলে তুমুল বিবাদ। এক পর্যায়ে হাতাহাতি এবং ভাঙচুরে জড়ান সরকার ও বিরোধীদলীয় আইনপ্রণেতারা। স্পিকারকে লক্ষ্য করেও হামলা করা হয়। এ সময় পার্লামেন্টের বাইরেও চলে বিক্ষোভ।
/এমএন
Leave a reply