নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: স্পিকার

|

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি।

নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ব্যবসায় অধিকতর নিয়োজিত হওয়া জরুরি বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, ব্লু ইকোনমিতেও নারীদের সম্পৃক্ত হতে হবে। সকল প্রতিবন্ধকতা জয় করে নারী উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা, সুদমুক্ত ঋণ ও ব্যাংকিং সহায়তাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

স্পিকার আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবদানকে অগ্রাহ্য করার সুযোগ নেই। নীতি নির্ধারণী পর্যায়সহ সমাজের সকল ক্ষেত্রে লিঙ্গসমতা নিশ্চিত করার ওপর জোর দেন ড. শিরীন শারমিন চৌধুরী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply