আর্জেন্টিনায় ফিরছেন না মেসি

|

গোলডটকম থেকে নেয়া ছবি।

নিজ দেশ আর্জেন্টিনায় ফিরতে চান না বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। রোজারিওতে স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জোর দোকানে সন্ত্রাসী হামলার পর থেকেই বেশ আতঙ্কিত তিনি। এদিকে, মেসির এমন সিদ্ধান্তে সহমত জানিয়েছেন নিউওয়েলস ওল্ড বয়েজের কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ। রোজারিওতে এমন ঘটনা হরহামেশাই ঘটছে বলেও জানান তিনি।

ক্যারিয়ারের শেষবেলায় বার্সেলোনা আর যুক্তরাষ্ট্রে খেলা- এই ছিল মেসির স্বপ্ন। স্বপ্ন ছিল নিজ শহর রোজারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে ক্যারিয়ারের ইতি টানা। বাকি দুটির সুযোগ থাকলেও মেসির আর্জেন্টিনায় ফেরা দাঁড়িয়ে গেছে কঠিন এক সমীকরণে।

জানা গেছে, ইচ্ছেটা প্রবল হলেও এই ইচ্ছেপূরণ এখন তার সাধ্যের বাইরে। তাই, মেসি ফিরতে চান না নিজ দেশ আর্জেন্টিনায়। সম্প্রতি মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দোকানে হয় এক সন্ত্রাসী হামলা। সে হামলার কারনেই মূলত উদ্বিগ্ন মেসি ও তার পরিবার। তাই, বিষয়টিকে হালকাভাবে না নিয়ে যথেষ্ঠ চিন্তা-ভাবনা করেই দেশে ফেরার কথা ভাবছেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী এ সুপারস্টার।

এদিকে, এলএমটেনের এমন সিদ্ধান্তে একমত পোষণ করেছেন নিউওয়েলস ওল্ড বয়েজের কোচ ও আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় গ্যাব্রিয়েল হেইঞ্জ।

এক সাক্ষাৎকারে নিউওয়েলস ওল্ড বয়েজের কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ বলেন, এ হামলাকে মোটেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। লিও চিন্তায় রয়েছে। ও কবে দেশে ফিরবে এখনও ঠিক করেনি। এ পরিস্থিতিতে ফেরাটাও সহজ না।

আর্জেন্টিনায় এর আগেও বিভিন্ন ফুটবলারদের বাড়িতে হামলা চালিয়েছিলো দুষ্কৃতিকারীরা। সে বিষয়েও কথা বলেছেন হেইঞ্জ।

গ্যাব্রিয়েল হেইঞ্জ আরও বলেন, এ ধরণের ঘটনা রোজারিওতে নতুন কিছু না। রোজারিওতে মাদক কারবারের সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারীরা আরও অনেক ফুটবলারের পরিবারের ওপর হামলা করেছে। তারাও তো ফিরতে পারছে না। এবার মেসির পরিবারের ওপর হামলা হওয়ায় এতো কথা হচ্ছে।

জানা গেছে, রোকুজ্জোর দোকানের চালানো আক্রমণে মোট ১৪ রাউন্ড গুলি চালিয়েছিলো সন্ত্রাসীরা। সেখানে মেসির উদ্দেশে তারা ফেলে গিয়েছিলো একটি খোলা চিঠি। যাতে লেখা ছিল, তোমার জন্য আমরা অপেক্ষা করছি মেসি। রোজারিওর মেয়রও তোমাকে বাঁচাতে পারবে না।

এদিকে, রোজারিওর মেয়র জাভকিন এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, এমন ঘটনা এড়াতে আরও শক্ত পদক্ষেপ নেবে আর্জেন্টিনার পুলিশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply