সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় মামলা

|

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে শিরিন ম্যানসনে বিস্ফারণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। নিউমার্কেট থানায় আগে থেকেই একটি সাধারণ ডায়েরি থেকে ছিল। সেটিই অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) এসব তথ্য জানিয়েছেন নিউমার্কেট থানার ওসি শফিকুল ইসলাম। তিনি জানান, এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, বিস্ফোরণ ঘটা ভবনের চারপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে ইট-বালু-সুরকি। স্থানীয়দের উদ্যোগে কিছু আবর্জনা সরানো হলেও পুরোপুরি পরিষ্কার এখনো হয়নি। ভীতি কাজ করছে আশপাশের বাসিন্দাদের মাঝে। ঝুঁকিপূর্ণ এ ভবনটি দ্রুত অপসারণ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

উল্লেখ্য, রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply