পাকিস্তানে জোট সরকার গঠনে পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টিকে সমর্থনের ঘোষণা দিলো বেলুচিস্তান আওয়ামী পার্টি। এর ফলে সরকার গঠনে আর কোনো বাধাই থাকলো না ইমরান খানের।
পাকিস্তানে সরকার গঠনের ম্যাজিক ফিগার ১৩৭ আসনের জন্য আর মাত্র ৪ আসন প্রয়োজন ছিল পিটিআই’র। রাতভর বৈঠকের পর ইমরানের দলের সাথে সমঝোতায় রাজি হয় দলটি। জাতীয় নির্বাচনে ৪ আসনে জয় পায় দলটি। পিটিআই’র ভাইস প্রেসিডেন্ট মাহমুদ কোরেশি জানান, জোট সরকারে সমর্থন দেয়ার বিনিময়ে প্রাদেশিক সরকার গঠনে বিএপিকে সহায়তা করবে পিটিআই।
নির্বাচনে ১১৬ আসনে জয় পায় ইমরানের পিটিআই। ম্যাজিক ফিগার না পাওয়ায় জোট গঠনে ছোট দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে আলোচনা শুরু করে পিটিআই। বিএপি ছাড়াও ইমরানের জোটে যোগ দেয়ার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থীরা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply