ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমটা মোটেও ভালো কাটছে না চেলসির। লিগ টেবিলে ১০ নম্বরে রয়েছে লন্ডনের ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে সফরকারীরা। তাই কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কমপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিততে হবে ব্লুজদের। এমন বাঁচা-মরার লড়াইয়ে রাতে ডর্টমুন্ডের মুখোমুখি হবে চেলসি।
নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য জানাবে চেলসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টায়। কার্ডজনিত সমস্যা থাকায় এ ম্যাচে খেলতে পারবেন না ব্লুজদের ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন মাউন্ট। এছাড়াও দলটির রয়েছে একাধিক চোটের সমস্যা। ডিফেন্ডার থিয়াগো সিলভা ও অধিনায়ক অ্যাজপিলিকুয়েতাকেও পাবে না গ্রাহাম পটারের ক্লাবটি। মুড্রিক, ফেলিক্স ও কাই হাভার্টজদের ওপর আস্থা রাখতে হচ্ছে পটারের।
প্রথম লেগে ১-০ গোলে হেরে আসায় চেলসির ওপর বাড়তি চাপ প্রভাব রাখবে। পরবর্তী রাউন্ডে যেতে হলে ২ গোলের ব্যবধানে জিততে হবে ব্লুজদের। লড়াইটা কঠিন হলেও অসম্ভব কিছু নয়, এমনটাই জানান চেলসি কোচ গ্রাহাম পটার।
অন্যদিকে, ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বুন্দেসলিগায়ও দুর্দান্ত ফর্মে রয়েছে এডিন টেরজিকের শিষ্যরা। শেষ ১২ ম্যাচে অপরাজিত রয়েছে ডর্টমুন্ড। এছাড়াও, টানা ৮ ম্যাচ প্রতিপক্ষের মাঠে হারেনি ক্লাবটি। দলটির মূলশক্তি মধ্যমাঠ। ইংলিশ তরুণ সেনসেশান জুড বেলিংহ্যাম রয়েছেন ফর্মের তুঙ্গে। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন এমরি ক্যান। এছাড়াও, দলটির অভিজ্ঞ ফুটবলার মার্কস রেইস আছেন দুর্দান্ত ফর্মে।
/আরআইএম
Leave a reply